অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি জয়ী হওয়ায় তিস্তা নদীর পানি বণ্টন সহ দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান শীঘ্রই হবে


বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় তাঁর দেশ তিস্তা নদীর পানি বণ্টন সহ ঝুলে থাকা দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে আশাবাদী ।

কাদের, যিনি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী, শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বলেন নরেন্দ্র মোদী যেহেতু দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন তিস্তা সমস্যার সমাধানে গতি আসবে বলে বাংলাদেশ মনে করছে।এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন ভারতে এনডিএ জোট ক্ষমতায় আসায় তিস্তাসহ সকল অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের ইস্যুর এবার সুরাহা হবে বলে তিনি মনে করেন । রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত সরকারের আরও সহযোগিতা মিলবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে তিনি নিজে এবং ভারত সরকারের বিভিন্ন পর্যায় থেকে বার বার তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং আশ্বাস সত্ত্বেও তা বাস্তবায়ন হয় নাই।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG