অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তার পানি বন্টন বিষয়ে প্রফেসার আইনুন নিশাতের সঙ্গে সাক্ষাৎকার


গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পাদিত রফা দু’দেশের স্বার্থই সমান মাত্রায় রক্ষা করে ব’লে কারো কারো ধারণা। ওদিকে এখন পশ্চিম বঙ্গেও কথাবার্তা হ’চ্ছে বলে শোনা যায় যে তিস্তার পানি ভাগাভাগিও ঐ আদলেই নির্ণয় করা যেতে পারে, বিশেষ করে যে পরিস্থিতিতে তিস্তার পানি বাংলাদেশ / পশ্চিম বঙ্গ দু’ই ভূখন্ডের কৃষি-সেচের জন্যে যেখানে অপরিহার্য্য।
বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য বিশিষ্ট নদী, পানি ও জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসার আইনুন নিশাতের সঙ্গে।
ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দিন।
please wait

No media source currently available

0:00 0:04:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG