অ্যাকসেসিবিলিটি লিংক

খুব সম্ভবত সন্ত্রাসী তৎপরতায় মিশরের বিমান বিধ্বস্ত : বিমান চলাচল মন্ত্রী


মিশরের বিমান চলাচল মন্ত্রী বলছেন এ রকম সম্ভাবনা এখন প্রকট হয়ে উঠেছে যে প্যারিস থেকে কায়রোগামি ইজিপ্টএয়ার বিধ্বস্ত হওয়ার কারণ যান্ত্রিক ত্রুটি নয় বরঞ্চ সম্ভবত সন্ত্রাসী আক্রমণ।

ঐ বিমানের বিধ্বস্ত অংশ সন্ধানের জন্য ভূমধ্যসাগরে সন্ধান তৎপরতা চলতে থাকার সময়ে মন্ত্রী শেরিফ ফাথি এ বিষয়ে মন্তব্য করেন।

৬৬ জন আরোহীসহ বিমানটি ফ্রান্স থেকে চার ঘন্টার এই ফ্লাইটের শেষ দিকে মিশরের আকাশ সীমায় প্রবেশের পর পরই রাডার থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্র এই সন্ধান অভিযানে সহায়তা করছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেন যে আমাদের এর কারণ নিশ্চিত করতে হবে , কোন আঁচ অনুমানই আমরা প্রত্যাখ্যান কিংবা গ্রহণ করছি না। তিনি বলেন যে সন্ধান কাজে সহায়তার জন্য ফরাসি সরকার মিশর এবং গ্রীসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

XS
SM
MD
LG