অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে মূল হুমকি: ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ বলেছেন, তাঁর কথায়, সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে মূল হুমকি। তিনি এটি বন্ধ করার জন্য তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও উল্লেখ করেন।

জাতীয় বার্ষিক প্রাতঃরাশকালীন প্রার্থনা অর্থাৎ Prayer Breakfast এ ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদকে বন্ধ করতেই হবে এবং তা বন্ধ করা হবেই। এটা হয়ত আপাতত খুব ভালো শোনাবে না, কিন্তু এটা বন্ধ করা হবে। এই National Prayer Breakfast এ সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা যোগ দিয়ে থাকেন। ট্রাম্প আরও বলেন যে, তাঁর প্রশাসন এমন পদ্ধতি চালু করবে যাতে এটা নিশ্চিত করা যায় যে যারা এদেশে প্রবেশ করবে তারা আমাদের ধর্মীয় এবং ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধকে সম্পূর্ণ ভাবে গ্রহণ করে এবং তারা যে কোন ধরণের নির্যাতন ও বৈষম্যকে প্রত্যাখান করেন।

১৯৫৩ সাল থেকে ফেলোশীপ ফাউন্ডেশান ওয়াশিংটনে যৌথ উদ্যোগে এর আয়োজন করে আসছে। তিন হাজারেরও বেশি লোক প্রতিবছর এতে অংশ নিয়ে থাকেন। বৃহস্পতিবার এই সভায় যৌথ ভাবে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের দু'জন সেনেট সদস্য- রিপাবলিকান জন বুজম্যান এবং ডেমক্যাট ক্রিস কুন্স।

XS
SM
MD
LG