অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসী ঘটনার পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ


ভারতে সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা নস্যাৎ করে সন্দেহভাজন পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শুশীলকুমার শিনদে বলেছেন বুধবার ইয়াসিন ভাকতাল নামের ঐ সন্দেহভাজন সন্ত্রাসীকে ভারত-নেপাল পূর্ব সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাররতের জঙ্গী দল ইন্ডিয়ান মুজাহেদীন গঠনে ভাকতালের সম্পৃক্তার অভিযোগ রয়েছে। এই দলটির সঙ্গে পাকিস্তানের জঙ্গী সংগঠন লস্কর-ই-তাইবার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

২০১০ সালে পশ্চিম ভারতের পুনে শহরে সন্ত্রাসী হামলা-সহ বিভিন্ন বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ইন্ডিয়ান মুজাহেদীনের বিরুদ্ধে। ৩০/৩২ বছর বয়স্ক ভাকতাল বাঙ্গালোর ও হায়দ্রাবাদে হামলার সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
XS
SM
MD
LG