যুক্তরাষ্ট্র কংগ্রেসের তদন্তকারীরা বৃহস্পতিবার যে টেক্ট বার্তা প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে উর্ধতন আমেরিকান কূটনীতিকরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমিয়ের জেলেন্সকিকে, জো বাইডেন ও তার ছেলের বিষয়ে তদন্ত করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাইডেন ও তাঁর পুত্রের বিষয়ে তদন্ত চেয়েছেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রাটিক তদন্তকারীরা, ইউক্রেনে আমেরিকার সাবেক বিশেষ দূত কার্ট ভলকারকে বৃহস্পতিবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ওই টেক্সেটগুলো প্রকাশ করেন।
বাইডেন ও তাঁর ছেলে হান্টারকে তদন্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে অনুরোধ করেন তা কী ভাবে করা যায়, ভোলকার ও অন্যান্য দুই আমেরিকান কূটনীতিক সে বিষয়ে যে আলোচনা করেন সেটাই টেক্ট বার্তায় প্রকাশ পায়। ২০২০সালের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাইডেন।