আজ ৪ঠা জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দিনটি সরকারী ছুটির দিন। দেশজুড়ে চলছে নানা উৎসব। রাজধানী ওয়াশিংটনসহ বড় বড় শহরগুলেতে রাতের আকাশ আলোকিত হবে রং বেরং এর আলোর খেলায়। আমেরিকানরা কি ভাবছে একবারকার স্বাধীনতা দিবসে তা জানতে এ্যারাশ আরাবাসাদি কথা বলেছেন কয়েকজনের সঙ্গে; এবং সেলিম হোসেন কথা বলেছেন কজন বাংলাদেশী আমেরিকানের সঙ্গে।