বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন শহরে ১১টি বোমার বিস্ফোরণে ৪ জন নিহত হন। হামলাকারীদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে থাই পুলিশ।
থাই পুলিশ বলেছে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গীদেরকে তারা এসব হামলায় সন্দেহ করছেন না। বরং তারা ধারনা করছেন এটি স্থানীয় কোনো মহলের এক ধরনের রাজনৈতিক নাশকতা। তবে কিছু কিছু মহল দক্ষিন থাইল্যান্ডের মুসলমান বিচ্ছিন্নতাবাদীদেরকে দায়ি করছেন।