থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় – এবং এতে করে কমসে কম চার ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে।পুলিশ ব্যাঙ্ককের ঐ বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করছিলো।
গভর্ণমেন্ট হাউসের কাছে ঐ যে সংঘর্ষ হয় তিন প্রতিবাদী ও এক পুলিশ কর্মী তাতে নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।ঘটনায় জনা ষাট লোক জখম হয়েছে এবং শ’ খানেক প্রতিবাদী গ্রেফতার হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের এক গবেষক ভয়েস অফ এ্যামেরিকাকে জানান-গভর্ণমেন্ট হাউসের কাছের একটি গ্রুপের জঙ্গীদের কাছে M79 গ্রেনেড লঞ্চার ছিল এবং পুলিশকে নিশানা করে তারা তা ছুঁড়ছিলো।
মাঝ দুপুরে সংঘটিত ঐ সংঘাতের সময় টিয়ার গ্যাস,গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।দু’পক্ষেই অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রতীয়মান হয়।প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্কে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছে এমন বেশ কিছু সংখ্যক শিবিরের প্রতিবাদীদের পুলিশ হঠানোর চেষ্টা করলে ঐ সংঘাত বেধে ওঠে । অন্যত্র অবশ্য,প্রতিবাদীরা কোনো প্রতিরোধ ব্যতিরেকেই হঠে যায়।জ্বালানী মন্ত্রণালয়ে প্রায় শ’ খানেক বিক্ষোভকারী পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে।
পুলিশ বলছে- প্রতিবাদীরা জরূরী আইন ভঙ্গ করছে। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সহিংসতার আশ্রয় তারা নেবেনা বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।
এসব সংঘাত-সংঘর্ষের বেশ ক’ ঘন্টা পর জাতীয় দূর্নীতি দমন কমিটি মিস ইংলাকের বিরূদ্ধে অভিযোগ দায়েরের কথা ঘোষনা করে।কমিটি বলছে- জাতীয় চাল ক্রয় প্রকল্পের ভেতরে দূর্নীতি হ’চ্ছে,এমন কথা প্রধানমন্ত্রী জানতেন কিন্তু তা সত্বেও ঐ কর্মসূচী চালু রাখা হয়। এ অভিযোগের ব্যাপারে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলে নির্দেশ জারী করে ঐ কমিটি।
গভর্ণমেন্ট হাউসের কাছে ঐ যে সংঘর্ষ হয় তিন প্রতিবাদী ও এক পুলিশ কর্মী তাতে নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।ঘটনায় জনা ষাট লোক জখম হয়েছে এবং শ’ খানেক প্রতিবাদী গ্রেফতার হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের এক গবেষক ভয়েস অফ এ্যামেরিকাকে জানান-গভর্ণমেন্ট হাউসের কাছের একটি গ্রুপের জঙ্গীদের কাছে M79 গ্রেনেড লঞ্চার ছিল এবং পুলিশকে নিশানা করে তারা তা ছুঁড়ছিলো।
মাঝ দুপুরে সংঘটিত ঐ সংঘাতের সময় টিয়ার গ্যাস,গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।দু’পক্ষেই অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রতীয়মান হয়।প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্কে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছে এমন বেশ কিছু সংখ্যক শিবিরের প্রতিবাদীদের পুলিশ হঠানোর চেষ্টা করলে ঐ সংঘাত বেধে ওঠে । অন্যত্র অবশ্য,প্রতিবাদীরা কোনো প্রতিরোধ ব্যতিরেকেই হঠে যায়।জ্বালানী মন্ত্রণালয়ে প্রায় শ’ খানেক বিক্ষোভকারী পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে।
পুলিশ বলছে- প্রতিবাদীরা জরূরী আইন ভঙ্গ করছে। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সহিংসতার আশ্রয় তারা নেবেনা বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।
এসব সংঘাত-সংঘর্ষের বেশ ক’ ঘন্টা পর জাতীয় দূর্নীতি দমন কমিটি মিস ইংলাকের বিরূদ্ধে অভিযোগ দায়েরের কথা ঘোষনা করে।কমিটি বলছে- জাতীয় চাল ক্রয় প্রকল্পের ভেতরে দূর্নীতি হ’চ্ছে,এমন কথা প্রধানমন্ত্রী জানতেন কিন্তু তা সত্বেও ঐ কর্মসূচী চালু রাখা হয়। এ অভিযোগের ব্যাপারে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলে নির্দেশ জারী করে ঐ কমিটি।