রবিবার থাইল্যান্ডে ভোটাররা সামরিক হুনতা সমর্থিত সংবিধান অনুমোদনের পক্ষে ভোট দেয়। সামরিক নেতারা বলছেন এই সংবিধান নতুন নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করছে। কিন্তু সমালোচকরা বলেন ভবিষ্যতে সরকারে, সামরিক বাহিনীর ভূমিকা বৈধ করার এটা একটা পথ।
বড় বড় শহরগুলোতে থাকেন সেরকম অনেকেই গ্রামে ও মফস্বলে ফিরে যান ভোট দেওয়ার জন্য। দেশের সর্বত্র ৯৫ হাজার ভোটকেন্দ্র আছে। ভোটার তালিকায় আছে প্রায় ৫ কোটি ভোটারের নাম।
Bangkok এ এক ভোট কেন্দ্রে Yosporn Limpaphan বলেন তিনি সংবিধান সমর্থন করছেন কারণ দেশে এগিয়ে যাচ্ছে সেটাই তিনি দেখতে চান।
“ আমি আজ এখানে ভোট দিতে এবং সংবিধানের খসড়া মেনে নিতে এসেছি যাতে দেশ সেই আগের পরিস্থিতিতে ফিরে না যায়। খসড়া সংবিধান পাশ না হলে আমি প্রধান মন্ত্রীকে অনুরোধ করবো ক্ষমতায় থাকার জন্য যাতে তিনি দেশকে এগিয়ে নিতে পারেন।”
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ৬২ শতাংশ ভোটার সংবিধান অনুমোদন করেন এবং ৩৮ শতাংশ ভোটার তা প্রত্যাখ্যান করেন।