অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের পর্যটন শিল্পে আবারো প্রাণের সঞ্চার


মারাত্মক বোমা হামলায় বিপর্যস্ত থাই পর্যটন শিল্পে আবারো প্রাণের সঞ্চার হতে শুরু করেছে I সাম্প্রতিক সময়ের এই হামলায় ত্রিশ জনের অধিক লোক প্রাণ হারান I সমীক্ষকদের ধারণা থাইল্যান্ডের অর্থনীতির ভিত্তি বলে চিহ্নিত এই পর্যটন শিল্পে আগামীতে যে কোনো ধরণের হামলা দেশটির অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে I

অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী হুয়া হীনসহ দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশে বোমা হামলার কারণে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যটক থাইল্যান্ডে আসতে পারেন নি এবং সতেরো কোটি ডলার উপার্জন থেকে পর্যটন শিল্প বঞ্চিত হয়েছে I

World Travel & Tourism Council 'র হিসাব অনুযায়ী পর্যটন থেকে থাইল্যান্ড বছরে সাত হাজার দুশো কোটি ডলার আয় করে থাকে I

XS
SM
MD
LG