পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে সরকার বিরোধী মিছিল করে যাওয়ার সময় গুজরানওয়ালা শহরে বিরোধী নেতা ইমরান খানের গাড়ী লক্ষ্য করে গুলি ছুড়ে।
ইমরান খানের মুখপাত্রী জানান যে গাড়ীতে গুলি লেগেছে এবং তিনি অক্ষত অবস্থায় আছেন। তাঁর গাড়ী বহর লক্ষ্য করে একদল লোক ইঁট-পাথর ছুড়েও আক্রমণ চালিয়েছে।
মিঃ খান এবং ধর্মীয় নেতা তাহির উল-কাদরীর গাড়ী বহর এবং মিছিল করে ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেছেন বিশাল সমাবেশে যোগ দেওয়ার জন্য। তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারকে উতক্ষাত করা, তারা বলছে এই সরকার দূর্নীতিগ্রস্ত।
বৃহষ্পতিবার ইসলামাবাদের অভিমুখে লং মার্চ শুরু হয়েছে লাহর থেকে--- যার দূরত্ব ৩৭৫ কিলোমিটারের মত।