অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এখনো রয়েছে-মোদী 


ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী রবিবার, তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন, "ভারতে কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এখনো বিদ্যমান, আমাদেরকে তাই ভ্যাকসিনের প্রতি মনোযোগী হতে হবে, কভিড-১৯ 'র বিধি-নিষেধগুলি মেনে চলতে হবে"I তিনি জনগণকে টিকা নিতে এবং ভ্যাকসিন সংক্রান্ত দ্বিধা পরিত্যাগ করার আহ্বান জানানI তিনি দেশবাসীকে সংক্রমণের এই লড়াইয়ে বিজ্ঞান ও বিজ্ঞানীদের পরামর্শ মানার অনুরোধ জানানI

রবিবার, ভারতের স্বাস্থ্য দপ্তর আরো ৫০,০০০ নতুন সংক্রমণ ও ১২০০'র বেশি লোকের মৃত্যুর খবর দিয়েছেI জন্স হপকিন্স'র সমীক্ষা অনুযায়ী, সংক্রমণের সংখ্যার বেলায় যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান; তবে স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ভারতের সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে সঠিক সংখ্যার চাইতে কমI

ভারতে প্রথম সনাক্তকৃত, ডেল্টা ভেরিয়েন্ট আগ্রাসী ভাইরাস, এ পর্যন্ত ৮৫টি দেশে এখন সক্রিয়I বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ড: টেড্রস গেব্রেসিয়াস বলেছেন, সকল সনাক্তকৃত ভাইরাসের মধ্যে ডেল্টা ভাইরাসই সবচাইতে দ্রুত সংক্রমণশীল, যা টিকা দেয়া হয়নি এমন জনগোষ্ঠীতে দ্রুত হারে ছড়াচ্ছেI

ডেল্টা ভেরিয়েন্ট আগ্রাসী ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং বাংলাদেশে নুতন করে লক ডাউন জারি করা হচ্ছেI ইসরাইল, যেখানে দেশের অর্ধেক জনগোষ্ঠী ভ্যাকসিন নিয়েছেন, সেখানেও বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশ দেয়া হয়েছেI

(রয়টার্স)

XS
SM
MD
LG