অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষ, নিরপেক্ষ ও দৃঢ়চেতা ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি টিআইবি'র


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতের লক্ষ্যে, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার মানদন্ড নিশ্চিত করার মাধ্যমে দক্ষ, নিরপেক্ষ ও দৃঢ়চেতা ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে।

টিআইবি এক বিবৃতিতে বলেছে, নির্বাচন কমিশনের কার্যকারিতার উপর দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে অগ্রগতি নির্ভরশীল।

এদিকে, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছে ৫টি করে নাম চেয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ ২৫টি দল নামের তালিকা জমা দিয়েছে। সার্চ কমিটি এখন ওই নাম পর্যালোচনা করে দেখবে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG