অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা যাচাই করে দেখা হচ্ছে : টিলার্সন


যুক্তরাষ্ট্র , উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের একটি সরাসরি মাধ্যম পেয়েছে এবং এখন এটা বোঝার চেষ্টা করছে যে কিম জং উন তাঁর পরমাণু অস্ত্র পরিহারের লক্ষে আলোচনায় বসতে আগ্রহী কী না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলার্সন যিনি উত্তর কোরিয়ার পারমানবিক আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য চীনের সহযোগিতা চাইতে বর্তমানে বেইজিং এ রয়েছেন , তিনি এ কথা বললেন। চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর টিলার্সন বলেন আমরা এই বিষয়া খতিয়ে দেখছি এবং পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনার অন্তত তিনটি চ্যানেল রয়েছে আমাদের । সুতরাং আমরা একেবারেই অন্ধকারে আছি , তা নয়।

উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি পরিহার করতে কি ভাবে বাধ্য করা যায় সে ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন । এই আলোচনার অন্যান্য বিষয়ের মধ্য ছিল বানিজ্য এবং নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম চীন সফরের প্রস্তুতি ।

আজ দিনে আরও আগের দিকে , টিলার্সন চীনের শীর্ষ কুটনীতিক , স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচি এবং পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই ‘র সঙ্গে ও বৈঠক করেছেন। উত্তর কোরিয়ার কয়লা , লোহা , আকরিক লোহা , শীষা, আকরিক লোহা এবং সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করতে বেইজিং এর প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্র চীনা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে আলাপ আলোচনা করছেন।

এই সব পণ্যের উপর নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে , এ বছর উত্তর কোরিয়ার শুল্ক আয় উল্লখযোগ্য ভাবে হ্রাস পাবে। ২০১৬ সালে এই সব পণ্য চীনে রপ্তানি করে ১৫ কোটি ডলার আয় করেছে।

XS
SM
MD
LG