অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তা চুক্তি করবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত নেওয়া হবে গোপাল বাগলে


বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর জলবণ্টন নিয়ে কোনো চুক্তি করবার আগে অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত নেওয়া হবে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। বৃহস্পতিবারেই মমতা বলেন, ২৫ মে এমন একটি চুক্তি সই হবে বলে তিনি শুনেছেন, কিন্তু, কেউ তাঁকে কিছু বলে নি। সেই ২০১১ সালে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের সময় চুক্তিটি সই হওয়ার সব ঠিক থাকলেও শেষ মুহূর্তে মমতার আপত্তিতে ভেস্তে যায়। মমতা বলছেন, বাংলাদেশের প্রতি তাঁর ভালবাসা থাকলেও এ রাজ্যের মানুষকে বঞ্চিত করে জল দিতে রাজি হতে পারেন না। মমতার সম্মতি ছাড়াও আন্তর্জাতিক চুক্তি সই হতে পারে। কিন্তু তা করলে অন্য গোলযোগ বেধে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে আসছেন ৭ এপ্রিল, থাকবেন ১০ তারিখ পর্যন্ত। এই চুক্তি তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এ বার কি জট খুলবে?

XS
SM
MD
LG