শনিবার টোগোতে প্রেসিডেন্ট নির্বাচনের পর, এখন সেখনে ভোটগণনা চলছে। প্রেসিডেন্ট ফোর নাসিংবে ক্ষমতায় থাকবেন বলে অনুমান করা হচ্ছে।
৫ বছরের তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জয়লাভ করলে তার পরিবার প্রায় ৫০ বছর ক্ষমতায় থাকবেন। ২০০৫ সালে তার বাবা নাসিংবে আয়াডিমার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসেন। তার বাবা আয়াডিমা, সাবেক ওই ফরাসী উপনিবেশে ৩৮ বছর শাসন করেন।
বিরোধী নেতা জ্যাঁ পিয়ের জাবের গত নির্বাচনেও প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দ্বিতীয় স্থান পাবেন বলে মনে করা হচ্ছে।