অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর রাশিয়া সফর


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং আরো অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সংগে আলোচনার জন্য রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইউক্রেইন এবং সিরিয়াকে ঘীরে মতভেদ দেখা দিলে দু’দেশের মধ্যকার সম্পর্ক খারাপ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিঃ পুটিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেয়ি লাভরভ এবং মিঃ কেরি মংলবার পূর্ণাংগ রুপে দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

তবে, সোচীতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে মিঃ পুটিনের অংশ গ্রহণের বিষয়টি সোমবার দিন শেষ পর্যন্ত ক্রেমলিন নিশ্চিত করেনি। মুখপাত্র দিমিত্রী পেসকোভ জানিয়েছেন যে এই ধরণে বৈঠক অনুষ্ঠিত হলে তা তারা ঘোষণা করবেন।

নেটোর মহাসচিব জেন্স ষ্টলটেনবার্গ, ইউক্রেইন সংঘাতে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সমঞ্জাম সরবরাহ করে রাশিয়া অস্ত্র বিরোতী লংঘন করছে বলে মস্কোর প্রতি অভিযোগ করেছেন।

XS
SM
MD
LG