ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে আজ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংগে সাক্ষাত করেন এবং সেখানেই দুই বিশ্ব নেতা যৌথ এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ব্রিটিশ প্রধান মন্ত্রী মে হচ্ছেন প্রথম বিদেশী নেতা যিনি ওয়াশিংটনে প্রেসিডেন্টের সংগে সাক্ষাত করছেন। উভয় নেতাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন বিশেষ করে বাণিজ্য খাতে।
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ এবং ট্রাম্পের ১২ জাতি আন্তঃ প্রশান্ত মহাসাগরীয় অংশীদারি চুক্তি প্রত্যাহারের ফলে তাদের নতুন করে বিশ্বে বাণিজ্য চুক্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে।
আজ সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্প স্তবক অর্পণ করেন।