অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী  শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন


পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী সব জল্পনার অবসান। আজ পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন। প্রসঙ্গত বলা যেতে পারে জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন তিনি আগেই। আজ চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়াশিবিরে নাম লেখাতে পারেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী। প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ততই বাড়ছিল। এরইমধ্যে গতকাল বহস্পতিবারই আবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ফলে জল্পনা বেড়ে যায় আরও কয়েকগুণ। HRBC-এর নয়া চেয়ারম্যান হন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে, শুভেন্দু অধিকারী আগে ওই পদে তিনিই ছিলেন।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00


XS
SM
MD
LG