অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটের জীবন যাত্রা বিপন্ন


সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে টানা দ্বিতীয় দিনের মতো চলা পরিবহন ধর্মঘটের ফলে জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।

সড়ক পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী ঢাকা সহ দেশের শহরাঞ্চলের বাজারে সবজী এবং মাছ-মাংসসহ বিভিন্ন খাদ্য পণ্যের সরবরাহে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া, দেশের রফতানি বাণিজ্যও দুই দিন যাবত কার্যত বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে দেশের স্থল বন্দরগুলোর কার্যক্রম।

সরকারের তরফে বলা হয়েছে এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তন করে শ্রমিকদের দাবি মেনে নেয়া সম্ভব না। এদিকে, ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ হওয়ার আগে পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সোমবার বলেছেন তাদের দাবি মেনে সড়ক পরিবহন আইন সংশোধন না হলে আগামী মাসে ফের একই ধরনের কর্মসূচি দেবেন তারা।

XS
SM
MD
LG