অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণবাদের শিকার দত্তক শিশুরা


প্রতি বছর যুক্তরাষ্ট্রের পরিবারগুলো অভ্যন্তরীণ ও বিদেশী দত্তকের মাধ্যমে ঘরে নিয়ে আসে কয়েক হাজার শিশু। অন্য জাতির, ধর্মের শিশুদের দত্তক নেয়া সহজ নয়। অনেক জটিলতা রয়েছে এর মাঝে। নভেম্বরকে জাতীয় দত্তক মাস বলা হয় এবং এই মাসেই ভয়েস অফ আমেরিকার সংবাদদাতারা কৃষ্ণাঙ্গ শিশুদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নিয়েছেন।যুক্তরাষ্ট্রের শিশু কল্যাণ ব্যবস্থাতে কৃষ্ণাঙ্গ শিশুদের সংখ্যা অনেক বেশী এবং এই শিশুদের দত্তক নিয়ে থাকেন শ্বেতাঙ্গ পরিবারগুলো। কি ধরণের সমস্যা মোকাবেলা করে থাকেন এই শ্বেতাঙ্গ পরিবারগুলো যখন তারা একটি বহুজাতিক পরিবার গঠনের চেষ্টা করে। দত্তক নিচ্ছেন যে পরিবারগুলো তারা কি ভাবছেন বাড়ী স্কুল এবং সমাজে এই জাতিগত বৈচিত্র্য নিয়ে?

ভয়েস অফ আমেরিকার আফ্রিকা বিভাগের ক্লেইর মরিন গিবর্গের কয়েক পর্বের প্রতিবেদনের আজ শুনুন প্রথম পর্ব। পড়ে শোনাচ্ছেন সানজানা ফিরোজ এবং তাওহিদুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণবাদের শিকার দত্তক শিশুরা
please wait

No media source currently available

0:00 0:05:58 0:00

XS
SM
MD
LG