অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৩০০০ শতবর্ষী গাছ কেটে ফেলার সিদ্ধান্তের ওপর আদালতের স্থিতাবস্থা জারি


Trees
Trees

বাংলাদেশের সর্ব বৃহৎ স্থল বন্দর বেনাপোলের সাথে যশোর শহরেরে ৩০ কিলোমিটার সংযোগ সড়কের সম্প্রসারণের জন্য প্রায় ৩০০০ শতবর্ষী গাছ কেটে ফেলার সরকারি সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছে উচ্চ আদালত।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন পরিবেশের ক্ষতি করে বিপুল সংখ্যক ঐতিহ্যবাহী গাছ কাটার বিরোধিতা করে একটি রিট আবেদন করলে হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানির পর বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদালতের আদেশের ফলে যশোর-বেনাপোল সড়কের গাছগুলো এখন আর কাটা যাবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

স্থিতাবস্থার আদেশের পাশাপাশি গাছ কাটার সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে সরকারের কাছে তার ব্যাখ্যাও চেয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ-ভারত সীমান্তে বেনাপোল স্থল বন্দরের সাথে যশোরের সংযোগ সড়কটিকে চার লেনে সম্প্রসারণের জন্য সরকার গাছ কাটার সিদ্ধান্ত নিলে পরিবেশবাদী সংগঠন সমূহ, সুধী সমাজ এবং সামাজিক মাধ্যমে এর ব্যাপক সমালোচনা এবং বিরোধিতা করা হয়।

এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG