যুক্তরাষ্ট্রের সংখ্যা গরিষ্ট সেনেট নেতা হ্যারি রিড বলেন, সরকারের কাজকর্ম যে দু’সপ্তাহ ধরে আংশিক ভাবে বন্ধ রয়েছে তা অবসান এবং ঋণের মাত্রা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্রভূত অগ্রগতি হয়েছে।
রিড সোমবার সন্ধ্যায় সেনেট সভার মুলতুবি ঘোষনা করে বলেন, কংগ্রেস এখনো একমত হতে পারেনি তবে মঙ্গলবার হতে পারে একটি সম্ভাবনাময় উজ্বল দিন।
সেনেটের রিপাবলিকান নেতা মিচ মেককনেল বলেন, ডেমক্রেটিক সহকর্মীদের সংগে দিনব্যাপী আলোচনার পর তিনি হ্যারি রিডের আশাবাদের সংগে একাত্বতা প্রকাশ করছেন।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ষ্পীকার জন বেইনারকে সেনেটে মেককনেলের আফিস ত্যাগ করতে দেখা গিয়েছে। যেকোন একটি ঐকমত্যে পৌঁছানোর জন্য প্রতিনিধি এবং সেনেট উভয় কক্ষের সম্মতি এবং প্রেসিডেন্টের সাক্ষরের প্রয়োজন রয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের রিপাবলিকান এবং ডেমোক্রট নেতাদের সংগে সোমবার দুপুরের বৈঠক বাতিল করে দিয়ে বলেন আলোচনায় যাতে তার অগ্রগতি লাভ করতে পারেন সেজন্য তিনি তাদের আরো সময় দিচ্ছেন।