অ্যাকসেসিবিলিটি লিংক

একাধিক রাজ্যে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস


trinomuul
trinomuul

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন , ঝাড়খণ্ড, বিহার, অসম ও মধ্যপ্রদেশে কয়েকটি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস৷ লোকসভাকে মাথায় রেখে এই রাজ্যগুলির সাংগঠনিক দায়িত্ব তিনি ভাগ করে দিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতার মধ্যে৷বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিধানসভার সদস্য অর্জুন সিংয়ের উপর৷ মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদী৷ মণিপুর ও মিজোরামের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে প্রথম থেকেই কেন্দ্রের শাসনে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল নেত্রীর বক্তব্য -সংবিধানকে বদলে দিয়েছে বিজেপি৷ এরা পলিসি চেঞ্জার কিন্তু গেম চেঞ্জার নয়৷ এদের জন্যই দেশ এখন বিপদের মুখে পড়েছে৷ পাশাপাশি, তিনি সিবিআই, আরবিআই ও ইভিএম মেশিন নিয়েও আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে ৷

পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG