অ্যাকসেসিবিলিটি লিংক

বার্লীনের ক্রীসমাস মার্কেটে ট্রাক হামলাকারীকে খূঁজে বের করতে তল্লাশি চলছে


বার্লীনের জনাকীর্ণ ক্রীসমাস মার্কেটে বেধড়ক ট্রাক চালানোর ফলে বারো ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে যে ঘটনায় তার জন্যে দায়ি ব্যক্তিটিকে খূঁজে বের করার লক্ষে জার্মান কতৃপক্ষ আজ বুধবারেও তল্লাশি অভিযান চালিয়েছে। ইতিমধ্যে, ঐ ঘটনার পর পরই যে একজনকে গ্রেফতার করা হয়েছিলো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জার্মান সংবাদ মাধ্যমের খবরাখবরে বলা হচ্ছে- ঐ ট্রাকের ভেতর থেকে কাগজপত্র যাই মিলেছে তাতর ভিত্তিতে এখন তিউনিসিয়ার বংশোদ্ভব এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- এই যাঁকে সন্দেহের ভিত্তিতে খোঁজা হচ্ছে, তিনিই যে হত্যাকারী নিশ্চিত করে তা বলা যাবেনা মোটে- তবে খোঁজা হচ্ছে তাঁকে সন্দেহের বশবর্তী হয়েই।

বার্লীনের পুলিশ বলছে – সোমবারের ঐ হামলা তৎপরতার পর থেকে নিয়ে এ পর্যন্ত তারা টেলিফোনে পাঁচ শয়েরও বেশি সুলুক সন্ধানী সূত্রের হদিশ পেয়েছে।

ইসলামিক স্টেইট বলছে – তাদেরই ডাকে সাড়া দিয়ে এ হামলা চালানো হয়েছে- যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যে জোটবাহিনী ঐ জঙ্গি গোষ্ঠীকে খতম করার চেষ্টা চালাচ্ছে সেই বাহিনীতে শরিক দেশগুলোর লোকজনকে হামলার নিশানা বানাতে ঐ ডাক দিয়েছে তারা।

XS
SM
MD
LG