ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব হাতে নিয়েছেন প্রায় ৯০ দিন হতে চললো। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী অভিযানের সময় যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে কতটা সফল হয়েছেন? প্রেসিডেন্টের, সংবাদ মাধ্যমের বিরুপ সমালোচনা, বিভিন্ন বিষয়ে মত পরিবর্তন, সামরিক পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়ে আমরা জানতে চেয়েছি অধ্যাপক মোহাম্মদ আবু নাসেরের কাছে।
মোহাম্মদ আবু নাসের স্যাকরামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে ড: আবু নাসের সংবাদ মাধ্যম ও যুব সমাজের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার প্রভাব সহ নতুন প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেন।
তাঁর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।