অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রীসভার আরো দুটি পদ পুরণের কথা ঘোষণা করেছেন


যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার তাঁর মন্ত্রীসভার আরও দুটি পদ পূরণের জন্য দু জনকে মনোনীত করেছেন যাদের একজন হচ্ছেন প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচির তীব্র সমালোচক।

ট্রাম্প জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান টম প্রাইসকে স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেছেন । ট্রাম্প বলছেন যে প্রাইস , আ্যাফর্ডাবেল হেলথ কেয়ার অ্যাক্টকে বাতিল এবং এর স্থলাভিষিক্ত করার জন্য তাঁর প্রশাসনের প্রচেষ্টায় নের্তৃত্ব দেবেন ।

প্রাইস প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির চেয়ারম্যান এবং রাজনীতিতে প্রবেশের আগে তিনি অর্থপিডিক সার্জন ছিলেন।

মঙ্গলবার ট্রাম্প প্রাক্তন শ্রম মন্ত্রী ইলেইন চাও কে পরিবহন বিভাগের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

চাও এর জন্ম তাইওয়ানে এবং তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে শ্রম মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনিই হচ্ছেন প্রথম এশীয় বংশোদ্ভূত নারী যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত ছিলেন।

তিনি বলছেন যে দেশের ভেঙ্গে পড়া অবকাঠামোকে কি ভাবে পুননির্মাণ করা যায় সে ব্যাপারে ট্রাম্পের পরিস্কার দূরদৃষ্টি রয়েছে। তবে মন্ত্রীপরিষদের কাজের জন্য প্রাইস এবং চাও উভয়কেই যুক্তরাষ্ট্রের সেনেটের অনুমোদন লাভ করতে হবে।

XS
SM
MD
LG