হোয়াইট হাউস, কেন্দ্রীয় সরকারের জন্য তাদের বাজেট প্রস্তাব উন্মোচন করেছে। তারা এই বাজেটকে “ আমেরিকা ফার্স্ট” বা “আমেরিকা প্রথমে” নামে আখ্যায়িত করেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। ওদিকে বৈদেশিক সাহায্য এবং পরিবেশ সুরক্ষা সংস্থা সহ অন্যান্য খাতে ব্যয় সংকোচনের কথা বলা হয়েছে।
বুধবার প্রেসিডেন্ট কংগ্রেসে পাঠানো এক চিঠিতে বলেছেন “প্রস্তাবিত বাজেটের লক্ষ্য হচ্ছে আমাদের জনগনের নিরাপত্তাকে সবচাইতে অগ্রাধিকার দেওয়া---কারণ নিরাপত্তা ছাড়া উন্নতি হবে না।”
বাজেটে প্রতিরক্ষা খাতে ৫৪ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা বলা হযেছে। ওদিকে চিকিৎসা সংক্রান্ত গবেষণা এবং গৃহহীন প্রাক্তন সৈনিকদের জন্য সাহায্য খাতে ব্যয় হ্রাস করা হবে।