যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফিরে আসার আগে ফ্লোরিডার ট্যাম্পাতে ম্যাকডিল বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ড বা সেন্টকমের সদর কার্যালয় পরিদর্শনে গেছেন।
ট্রাম্পকে অবহিত করা হবে এবং তিনি সেখানে ভাষণ দেবেন। তিনি জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর সেনাদের সঙ্গে এটাই হবে তার প্রথম প্রকাশ্য সমাবেশ।
সেন্টকম, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায়, মিত্র ও শরিকদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এবং সামরিক কার্যব্যবস্থা ও তৎপরতা পরিচালনা করে।