অ্যাকসেসিবিলিটি লিংক

কভিড ১৯ এ সংক্রমিত ট্রাম্প এখন হাসপাতালে ভর্তি রয়েছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কভিড ১৯ এর চিকিত্সার জন্য ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রীড জাতীয় সামরিক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি এবং তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উভয়ই এই রোগে সংক্রমিত হন তবে ফার্স্ট লেডি হোয়াইট হাউজেই বিশ্রাম নিচ্ছেন। ৭৪ বছর বয়সী প্রেসিডেন্টের ওজন এবং বয়স তাঁকে এই রোগ মোকাবিলার ব্যাপারে উচ্চ ঝুঁকির মুখে ফেলেছে। ট্রাম্প মাস্ক পরার সমর্থক নন যদিও তাঁর উপদেষ্টারা বলেছেন যে এর ব্যবহার জীবাণুর সংক্রমণ রোধ করতে পারে।

প্রেসিডেন্টের আশপাশের বেশ কয়েকজন গত সপ্তায় কভিড ১৯ পরীক্ষায় নিজেদের পজিটিভ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন তাঁর শীর্ষ সহকারী হোপ হিক্স এবং সাবেক সহকারী কেলিয়্যান কনওয়ে। যুক্তরাষ্ট্রের নেতা বিশ্বের মুষ্টিমেয় কয়েকজন নেতার সঙ্গে একই সারিতে যোগ দিলেন, যাঁরা এর আগেই এই রোগে আক্রান্ত হন। এঁদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো, হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হারনান্ডেজ, বলিভিয়ার প্রেসিডেন্ট জেইনিন আনেজ এবং আর্মেনীয় নেতা নিকল পাশিনিয়ান। দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে, আগস্ট মাসে ম্যারিল্যান্ডে গোয়েন্দা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে করোনার সংক্রমণ ঘটে। ১১ জন এতে সংক্রমিত হলে ঐ স্থাপনাটি বন্ধ করে দেয়া হয়। তবে পত্রিকাটি বলছে যে এ রকম কোন আভাস পাওয়া যায়নি যে প্রেসিডেন্টের সরাসরি সুরক্ষা প্রদানকারী কেউ এতে আক্রান্ত হয়েছিলেন।

XS
SM
MD
LG