অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কিছু পদক্ষেপ তাকে বির্তকিত করে তুলছে


যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ তম প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই তার কিছু পদক্ষেপই যেন তাকে বির্তকিত করে তুলছে গোটা বিশ্বের কাছে। তা সে সাত মুসলিম অধ্যুষিত দেশ থেকে অভিবাসী ও শরণার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞাই হোক বা এইচ ওয়ান বি ভিসায় কিছুটা শিথীল করা। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নীতি নির্ধারন এবং তা কতোটা কার্যকরী হচ্ছে তার দেশে এসব কিছুরই সংবাদ কলকাতার সংবাদপত্রগুলো জানতে বা জানাতে সব সময়ই উদগ্রীব। তাই আজই আনন্দবাজার পত্রিকা তাদের মার্কিন দেশের পাতার শিরোণাম করল ডোনাল্ড ট্রাম্পের পছন্দের বিচার পতিই সরব ট্রাম্পের সমালোচনায়। দৈনিক বাংলা সংবাদ পত্র এই সময় শিরোণাম করল বির্তক এড়িয়ে জেফ সেশনস্ অ্যার্টনী জেনারেল। বর্তমান পত্রিকা বলল মৌলবাদী ইসলামীক জঙ্গিরাই আমেরিকার চিন্তার কারন জানাল হোয়াইট হাউজ। আবার সংবাদ প্রতিদিন পত্রিকা জানাল ট্রাম্পের সুরে মুসলিম শরণার্থীতে বাধা ইউরোপে। পরিস্থিতি যাই হোক না কেন কলকাতার আইটি সেক্টরের কর্মরত যুবকরা কিন্তু বর্তমানে সবসময়ই যেন আতঙ্কের প্রমাদ গুনছে কখন কি হয়। আলোচনা সমালোচনা ক্রিয়া প্রতিক্রিয়া যাই হোক না কেন সময়ই বলবে শেষ কথা, আর আমরা থাকব তারই অপক্ষায়।

XS
SM
MD
LG