অ্যাকসেসিবিলিটি লিংক

এফ বি আই পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ এফ বি আই ‘এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করা হয়েছে। কমিকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প খোলাখুলি বলেন , আপনাকে আপনার দায়িত্ব থেকে চাকুরিচ্যূত এবং অপসারণ করা হচ্ছে । এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রেসিডেন্ট আরও বলেন যে কমি তাঁর দপ্তরে কার্যকর নের্তৃত্ব দিতে পারেননি।

এফ বি আই ‘এর পরিচালকদের একটানা দশ বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়। । কমিকে চার বছর আগে এই পদে নিযুক্ত করা হয়।

ক্যালিফোর্নিয়াতে থাকার সময়ে কমির একজন কর্মকর্তা তাঁকে বরখাস্ত করার সংবাদটি দেন। এখন ও পর্যন্ত তিনি এ ব্যাপারে প্রকাশ্য কোন বিবৃতি দেননি। অ্যাটর্নী জেনারেল জেফ সেশান্স এবং ডেপুটি অ্যাটর্নী জেনারেল রড রোসেন্সেটেইনের দুটি পৃথক চিঠিতে তাঁর বরখাস্ত হবার কারণ দেখানো হয়। উভয়ই মূলত আইন নিজের হাতে তুলে নেবার জন্য কমিকে দোষারোপ করেন। তাঁর বরখাস্ত হওয়াকে অনেকেই বিতর্কিত বিষয় বলে মনে করছেন।

XS
SM
MD
LG