অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে 


প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে 
প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে 

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হেলিকপ্টারে করে শুক্রবার বিকেলে হোয়াইট হাউস থেকে নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি কয়েকদিন থাকবেন বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হেলিকপ্টারে করে শুক্রবার বিকেলে হোয়াইট হাউস থেকে নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি কয়েকদিন থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সাউথ লনে মেরিন ওয়ানে চড়ে মেরিল্যান্ডের বেথেসদায় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান। হেলিকপ্টার হাসপাতালে অবতরণের পর, ট্রাম্প মূল ভবনের প্রবেশদ্বারে শর্ট ড্রাইভের জন্য একটি গাড়ির দিকে হেঁটে যান।

হোয়াইট হাউসের প্রেস সচিব কাইলি ম্যাকএনানি এক বিবৃতিতে বলেন, "প্রচুর সতর্কতার কারণে এবং তার চিকিৎসক এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সুপারিশে প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিডে থেকেই কাজ করবেন।"

হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, হাসপাতালে ভর্তি ৭৪ বছর বয়স্ক প্রেসিডেন্ট এর তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি।

প্রেস সেক্রেটারির মতে, "প্রেসিডেন্ট ট্রাম্প ভালো মুডে আছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি কাজ করছেন।"

XS
SM
MD
LG