অ্যাকসেসিবিলিটি লিংক

ইমপিচমেন্ট তদন্ত প্রক্রিয়ার প্রকাশ্য শুনানী শুরু হচ্ছে আজ


আজ বুধবার শুরু হচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন বা ইমপিচমেন্ট তদন্ত প্রক্রিয়ার প্রকাশ্য শুনানী। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রয়েছে এ তদন্ত প্রক্রিয়ার সার্বিক তত্বাবধানের দায়িত্বে। এটি আজ অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক সপ্তাহের রুদ্ধদ্বার জবানবন্দী- সাক্ষাৎকার ইত্যাদি চলবার পর। এ সাক্ষাৎকার জবানবন্দী গ্রহনে বেশ কয়েকজন সাবেক কূটনীতিক ও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জবানবন্দী নেওয়া হয় তাঁদের। প্রকাশ্য এ শুনানীতে যুক্তরাষ্ট্রের মানুষ দেখতে পাবেন,ইউক্রেনে কর্মরত যুক্তরাষ্ট্রের বর্তমান শীর্ষ কূটনীতিক উইলিয়াম টেলারের সাক্ষাৎকার, জবানবন্দী শুনবেন ইউক্রেন বিষায়াবলির সার্বীক তত্বাবধায়নের দায়িত্বে নিয়োজিত জর্জ কেন্টের বক্তব্য ।

কমিটি চেয়ারম্যান এ্যাডাম শীফ বলেছেন টেলার এবং কেন্ট ছাড়া তৃতীয় আরেক সাক্ষি কিয়েভে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যারী ইয়াভোনোভীচের বক্তব্য শুক্রবার শোনা হবে ব’লে স্থির হয়েছে। বহূ দশকের নিবেদিত প্রাণ অনূকরণীয় মানুষদের এসব বক্তব্য জবানবন্দীতে এ্যামেরিকার মানুষ আপামর জনগন, এঁদের গুরুত্বপূর্ণ সব তথ্য প্রমানাদির সঙ্গে ওয়াকিবহাল হতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।

XS
SM
MD
LG