অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা


যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু'বার অভিশংশিত হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল হিলের ভেতরে গত সপ্তাহে ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে সহিংসতা চালিয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জোরালো দাবি উঠেছে। আজ সোমবারের মধ্যেই তা নিয়ে ভোট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলীয় হুইপ জেমস ক্লাইবার্ন। যদিও জানুয়ারির ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ দিন।


ট্রাম্পের বিরুদ্ধে তারা উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ আনার পরিকল্পনা করছেন। যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু'বার অভিশংশিত হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

এজন্য অভিশংসন অভিযোগ হাউজে ভোটে পাস হতে হবে। তারপর বিষয়টি সিনেটে যাবে যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। তবে কেবল মাত্র ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদেরও অনেকেই তার বিরুদ্ধে সেদিন সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করছেন।

ডনাল্ড ট্রাম্প তার প্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিষিদ্ধ হওয়ার পর থেকে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। হোয়াইট হাউজের পক্ষ থেকে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক চাল বলে উল্লেখ করে বলা হয়েছে, এতে দেশের মধ্যে বিভাজন আরও বৃদ্ধি পাবে।

XS
SM
MD
LG