অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প পুটিনকে সম্মান করেন, কিন্তু তিনি নিশ্চিত নন যে পুটিনের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারবেন কি না


Then-Republican U.S. presidential candidate Donald Trump poses for a photo in his office in Trump Tower, in the Manhattan borough of New York City, May 17, 2016. A 1989 portrait of him will soon be on display at the Smithsonian.
Then-Republican U.S. presidential candidate Donald Trump poses for a photo in his office in Trump Tower, in the Manhattan borough of New York City, May 17, 2016. A 1989 portrait of him will soon be on display at the Smithsonian.

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যদিও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন কে সম্মান করেন তার মানে এই নয় যে তারা সহমত পোষণ করবেন।

ট্রাম্প Fox News টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন “আমি বলব রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক রাখাটাই শ্রেয়। আর রাশিয়া যদি আইসিসের বিরুদ্ধে লড়াই যা একটা বড় ধরনের লড়াই, এবং সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে, সেটা একটা ভাল ব্যাপার। আমি কি তার সঙ্গে মানিয়ে চলতে পারব? সে সম্পর্কে আমার কোন ধারণা নেই।” আজ রবিবার ওই সাক্ষাৎকার প্রচার হওয়ার কথা।

পুটিন এর আগে যে সব নৃশংস কাজ করেছেন সেই ইতিহাস জানার পরও ট্রাম্প কিভাবে তাকে সম্মান করেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মিল রয়েছে।

XS
SM
MD
LG