অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের জামাতাকে উপদেষ্টা করা নিয়ে ডেমোক্রেটিক আইনপ্রনেতাদের প্রশ্ন


যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর জামাতা জারেড কুশনারকে সিনিয়র উপদেষ্টা হিসাবে নাম প্রস্তাব করেছেন। আর তাতে ডেমোক্রেটিক দলের আইনপ্রনেতারা স্বজনপ্রীতি ও স্বার্থের দ্বন্দ্ব বিষয় নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কুশনারের আইনজীবি বলেছেন তিনি তাঁর সকল সম্পদ ও সেসবের লভ্যাংশ নিউইয়র্কে একটি ফার্মের নামে ন্যাস্ত করবেন। তিনি হোয়াইট হাউজে কাজ শুরুর আগে তাঁর ব্যাবসা প্রতিষ্ঠান এবং নিউইয়র্ক অবজারভার থেকে পদত্যাগ করবেন।

সরকারী কর্মকর্তারা তাঁর নিজের সংস্থায় পরিবারের কোনো সদস্যকে নিয়োগ দিতে পারেন না; ১৯৬৭ এর U.S. Office of Government Ethics বিষয়ক আইন উল্লেখ করে কংগ্রেসের ৬জন সদস্য এ্যাটর্নী জেনারেল লরেটা লিঞ্চকে চিঠি লিখেছেন কুশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে।

কুশনারের আইনজীবি জেমি গোরেলিক বলেছেন ওই আইন প্রেসডেন্টের জন্যে প্রযোজ্য নয় কারন হোয়াইট হাউজ সরকারী সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ে না।

XS
SM
MD
LG