অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প পেনানিয়েতোর বৈঠক


রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়েতোর সঙ্গে বৈঠকে অভিবাসন ও বানিজ্যসহ নানা বিষয়ে খোলাখুলি তার মতামত ব্যাক্ত করেছেন।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন আমি যুক্তরাষ্ট্রকে ভালবাসি আর তাই চাই আমেরিকানরা নিরাপদে থাকুন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারনায় যুক্তরাষ্ট্রে মেক্সিকোর অবৈধ অভিবাসিদের ঠেকাতে সীমান্ত দেয়াল তোলাসহ নানা কথা বলেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিনের প্রতিবেশীরা তাদের নাগরিকদের অনেক কর্মসংস্থানের সুযোগে বাধা প্রদান করছেন। তাদের দেশ থেকে খুনী ও অপরাধীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে।

আগে পেনানিয়েতো ট্রাম্পকে হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করেন।

তবে দুজনের বৈঠকের সময় দুজনই একে অন্যের প্রতি সম্মান রেখে কথা বলেন বলে খবরে প্রকাশ।

মেক্সিকানদেরকে কঠোর পরিশ্রমী উল্লেখ করে ট্রাম্প বলেন মেক্সিকান আমেরিকানদের প্রতি তার সহানুভুতি রয়েছে। বৈঠকের সময় ট্রাম্প বলেন তিনি সীমান্ত দেয়ালের কথা বরেছেন ঠিকই, তবে কে তার দাম দেবে তা বলেননি।

তবে পেনানিয়েতো বলেছেন তিনি দেয়াল তোলার খরচ বহন করবেন না। ট্রাম্প এ্যরিজোনায় অভিবাসন বিষয়ে তার নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন।

পেনানিয়েতো ডেমোক্রেটিক প্রার্থী হিলারী ক্লিনটনকেও বৈঠকের আমন্ত্রন জানিয়েছেন এবং আশা করছেন তিনি তা গ্রহণ করবেন।

XS
SM
MD
LG