অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বিগত বছরগুলোর শীতল সম্পর্কের বিপরীতে, বিশ্বের বৃহত্তম আরব জাতি মিশরের প্রেসিডেন্ট Abdel Fattah el-Sissi কে আন্তরিকভাবে সোমবার হোয়াইট হাউজে স্বাগত জানান। এবং মিশরের সঙ্গে যৌথভাবে ইসলামী উদ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে Hosni Mubarak কে হোয়াইট হাউজে স্বাগত জানানোর পর এই প্রথম মিশরের কোন নেতা হোয়াইট হাউজ সফর করলেন।

ওভাল অফিসে যখন দুই নেতা আলোচনায় বসেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা মিশর ও মিশরের জনগনের পাশে আছি। এবং আমি মিশরের প্রেসিডেন্ট, আপনাকে বলতে চাই যে, যুক্তরাষ্ট্রে আপনার একজন মহান বন্ধু এবং মিত্র আছে।“

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরকে দেওয়া সহায়তা বন্ধ করে দেন যখন জেনারেল সিসির নেতৃত্বে মিশরের সামরিক বাহিনী, ২০১৩ সালে, সে দেশের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট Mohammed Morsi এর পতন ঘটায়। এর এক বছর পর সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

XS
SM
MD
LG