অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে বলেছে রাশিয়া নভেম্বরে যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে, ক্রেমলিন তার তীব্র সমালোচনা করেছে


FILE - President Vladimir Putin’s spokesman Dmitry Peskov speaks to a reporter in Moscow.
FILE - President Vladimir Putin’s spokesman Dmitry Peskov speaks to a reporter in Moscow.

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে বলেছে রাশিয়া নভেম্বরে যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে যাতে ডনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হন, ক্রেমলিন তার তীব্র সমালোচনা করেছে।

ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ সোমবার বলেছেন এই সব অভিযোগ ভিত্তিহীন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো শুক্রবার ওই রিপোর্ট প্রকাশ করার পর ক্রেমলিন থেকে এই প্রথম কোন মন্তব্য শোনা গেল। রিপোর্টে বলা হয় নির্বাচনে প্রভাব রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন , ব্যক্তিগত ভাবে নির্দেশ দেন। হিলারি ক্লিন্টান নয়, ট্রাম্পই জয়ী হন, পুটিন সেটাই চেয়েছেন।

গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন একই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। তিনি বলেছেন কংগ্রেস ও নব নির্বাচিত প্রেসিডেন্টের জন্য এটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ যে ওই প্রভাব একেবারে নূন্যতম করা হোক।

ABC টেলিভিশনে রবিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ওবামা ওই মন্তব্য করেন।

XS
SM
MD
LG