অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে একতার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প


কোটিপতি ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্প আজ আর কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অভিষেকের প্রাক্কালে ট্রাম্প পুর্বাভাস দিয়েছেন যে তিনি শপথ গ্রহণ করলে দেশ দেখবে “ বিস্ময়কর কিছু”।

ট্রাম্প কঠোর পরিশ্রম করার , দেশকে একতবদ্ধ করার এবং “ আমেরিকাকে সকলের জন্য আবার মহান “ করার সঙ্কল্প ব্যক্ত করছেন।

ওয়াশিংটনে লিংকন মেমোরিয়ালের পাদদেশে বৃহস্পতিবার বিকেলে অভিষেকের প্রাক্কালে সঙ্গীতানুষ্ঠানের পর বলেন আবহাওয়া চমৎকার হবে না কি প্রচন্ড বৃষ্টি হবে কীনা , সে নিয়ে আমি ভাবছি না। গোটা বিশ্বই দেখছে যুক্তরাষ্ট্রে কী হচ্ছে।

আজ অভিষেকের দিনে হাল্কা বৃষ্টিপাত এবং একটু ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

গত সন্ধ্যায় এমনিতেই বলা হচ্ছে কারও কারও মনোভাব শীতল ছিল। ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের বাইরে পুলিশের সংঘর্ষ হয়েছো।

বিক্ষোভকারীরা শ্লোগান দেয় , “ ট্রাম্প চাই না , ফ্যাসিবাদী যুক্তরাষ্ট্র চাই না। পুলিশ তাদেরকে ঐ ভবনের সামনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কোন বিক্ষোভকারি পুলিশের উপর জিনিষপত্র ছুঁড়ে মারে। রাস্তায় অন্তত একবার আগুন লাগানো হয়। মোতায়েনরত পুলিশ জনতার উপর রাসায়নিক দ্রব্য স্প্রে করে।

XS
SM
MD
LG