অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবীণদের সমর্থন হারাতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


সমীক্ষায় দেখা যায়, আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে,৬৫ বছরের ওপরে প্রবীণদের সমর্থন হারাতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ এরাই,২০১৬ সালের নির্বাচনে তাঁকে জয় যুক্ত করেছিলেন I স্বভাবতঃই বিরোধী প্রার্থী জো বাইডেনের জন্য তা এক শুভ বার্তা I

সমীক্ষায় এতদিন প্রেসিডেন্টের অর্থনীতি সামাল দেবার স্বপক্ষে অনুমোদন দেখা গিয়েছে; তবে সাম্প্রতিক গণআন্দোলন, বর্ণবাদী বিক্ষোভ এবং মহামারী সঙ্কট নিরসনে তাঁর ও কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে,তাঁর প্রতিপক্ষ,জো বাইডেনের অনুকূলে সমর্থন বাড়তে শুরু করে I

QUINNIPIAC সমীক্ষায় বলা হয়েছে,"প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক পথে এগোচ্ছেন না"I নেব্রাস্কা'র ভোটাররাসহ বহু সিনিয়র নাগরিক, ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বলে সমীক্ষায় জানানো হয় I

XS
SM
MD
LG