অ্যাকসেসিবিলিটি লিংক

শরণার্থীদের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্কাতিক প্রতিক্রিয়া


Ochiq maydonga chizilgan san'at asari Berlin devori qulab, kommunistik sharq va demokratik g’arb o’rtasidagi bo’linish tugatilganining 30 yilligiga bag'ishlanadi. Uni Sveysariyada yashab, ijod qilayotgan graffiti ustasi Saypi(Saype) yaratgan. Berlin, Germaniya
Ochiq maydonga chizilgan san'at asari Berlin devori qulab, kommunistik sharq va demokratik g’arb o’rtasidagi bo’linish tugatilganining 30 yilligiga bag'ishlanadi. Uni Sveysariyada yashab, ijod qilayotgan graffiti ustasi Saypi(Saype) yaratgan. Berlin, Germaniya

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সাতটি মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী ও নাগরিকদের এদেশে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী নির্দেশ দিয়েছেন, তার প্রেক্ষিতে আন্তর্জাতিক প্রতিক্রিযা শুরু হয়েছে।

ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের বাসিন্দাদের ৯০ দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছাড়াও ট্রাম্পের নির্বাহী নির্দেশের অধীনে সিরিয়ার শরণার্থীদের স্থায়ী ভাবে এদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ১২০ দিনের জন্য অন্যান্য সকল শরণার্থীর উপর এদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রবিবার জার্মান চ্যানসেলার অ্যাংহেলা মার্কেলের এক মুখপাত্র বলেছেন “মার্কেল এ বিষয়ে নিশ্চিত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিশ্রুত লড়াইও, একটা বিশেষ জাতির বা কোন ধর্মীয় বিশ্বাসের লোকজনদের উপর সার্বিক ভাবে সন্দেহের জাল ফেলা সঙ্গত নয়।”

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এরো ট্রাম্পের নিষেধাজ্ঞা সম্পর্কে বলেছেন “শরণার্থী যারা যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসছে তাদের স্বাগত জানানো আমাদের একটা দায়িত্ব।”

XS
SM
MD
LG