অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যায্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বানিজ্যের আহ্বান জানালেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ কানাডায় জি-সেভেনের বার্ষিক শীর্ষ বৈঠকে বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে বানিজ্য হতে হবে ন্যায্য এবং পারস্পরিক স্বার্থ সম্পর্কিত ।

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জন ঊনের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে রওয়ানা দেবার অল্প আগে ট্রাম্প সংবাদদাতাদের বলেন , যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশকের পর দশক ধরে সুযোগ নেওয়া হয়েছে কিন্তু আর আমরা সেটা হতে দিতে পারি না।

ট্রাম্প বলেন ধীরে ধীরে হলেও নিশ্চিত ভাবেই অন্যায্য বৈদেশিক বানিজ্য চর্চা এখন সংশোধন করা হচ্ছে। তিনি বিশ্ব বানিজ্যের বর্তমান চালচিত্রের জন্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন নেতাদের দায়ি করেন এবং বিশ্বের নের্তবৃন্দ যে ভাবে তাদের দেশের জন্য ইতিবাচক এবং যুক্তরাষ্টের জন্য নেতিবাচক বানিজ্য চুক্তি সই করেছেন তার জন্য তিনি তাদের অভিনন্দন জানান।

ট্রাম্প বলেন সে দিন আর নেই এবং এই সপ্তাহান্তে জি-সেভেন নেতাদের সঙ্গে তাঁর আলোচনায় তিনি নিশ্চিত হয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য বানিজ্য পরিস্থিতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কুবেকে অনুষ্ঠিত দু দিন ব্যাপী জি-সেভেনের এই শীর্ষ বৈঠক আজই সমাপ্ত হচ্ছে।

XS
SM
MD
LG