অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ক্লিন্টনের বিষয়ে তদন্ত এবং জলবাযু সম্পর্কে তাঁর আগেকার মন্তব্য থেকে পিছিয়ে এসছেন


নির্বাচনী অভিযানে ডেমক্র্যাটিক দল থেকে তার প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনকে কারাগারে নিক্ষেপ করার মতো প্রতিশ্রুত কোন কোন বিষয় থেকে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনে হচ্ছে পিছিয়ে আসছেন।

মঙ্গলবার তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনী প্রচার অভিযানের সময়ে তিনি এই ঐতিহ্যবাহী পত্রিকার নিন্দে করে এটিকে অসৎ বলে বর্ণনা করেন এবং বলেছিলেন যে পত্রিকাটি ব্যর্থ হচ্ছে। ট্রাম্প অবশ্য এখন বলছেন পত্রিকাটি তিনি পড়েন এবং সম্মান করেন।

ট্রাম্প খুব পরিস্কার ভাবেই এ রকম ইঙ্গিত দেন যে হিলারি ক্লিন্টন পররাষ্ট্র মন্ত্রী থাকার সময়ে যে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছেন এবং তাঁর দাতব্য প্রতিষ্ঠান ক্লিন্টন ফাউন্ডেশান নিয়ে যে সব প্রশ্ন রয়েছে , সে সম্পর্কে আর কোন তদন্ত করার তাঁর ইচ্ছে নেই।

তিনি বলেন, আমি আর ক্লিন্টনদের ব্যথা দিতে চাই না । সত্যি সত্যিই চাই নাঅ তিনি নানান ভাবে যন্ত্রণার শিকার হয়েছেন, নির্বাচনী অভিযান ছিল অত্যন্ত কলুষিত ।

ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে আরও বলেছেন যে বিশুদ্ধ বাতাস অত্যন্ত জরুরি এবং তিনি এটাও মনে করেন যে জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকান্ডের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। তিনি এক সময়ে বিশ্বের উষ্ণায়নকে চীনের ধোঁকাবাজি বলে অভিহিত করেছিলেন কিন্তু এখন তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি থেকে পিছিয়ে আসছেন। তিনি বলেন এ বিষয়টি তিনি নিবিড় ভাবে এবং খোলা মনে দেখছেন।

XS
SM
MD
LG