অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্ডিয়ানা প্রাইমারি : ট্রাম্প , স্যান্ডার্স জয়ী : ক্রুজ সরে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বিতা থেকে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থি টেক্সাসের সেনেটর ক্রুজ ইন্ডিয়ানা রাজ্যের প্রাথমিক বাছাই পর্বে আবাসন ব্যবসায়ী কোটি পতি ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হবার পর এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

ইন্ডিয়ানাপলিসে ক্রুজ সংবাদদাতাদের বলেন যে বিজয়ের জন্য তাঁর পথ আগে ভাগেই বন্ধ হয়ে গেছে কারণ ভোট দাতারা ভিন্ন পথ বাছাই করে নিয়েছেন।

তিনি গোটা দেশে তাঁর সমর্থকদের ধন্যবাদ জানান এবং তাদের অবিশ্বাস্যরকমের দেশপ্রেমিক বলে অভিহিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলো ইন্ডিয়ানায় ট্রাম্পের নিরংকুশ বিজয়ের প্রাক্কলন করে। ক্রুজ দ্বিতীয় স্থান লাভ করেন এবং ওহাইয়োর গভর্ণর জন কেসিক অনেক পিছিয়ে তৃতীয় স্থানে ছিলেন। তবে কেসিকের মুখপাত্র বলেছেন যে তিনি জুলাই মাসে রিপাবলিকান দলের মহাসম্মেলন পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন।

ওদিকে ডেমক্র্যাটদের মধ্যে ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স , প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে এই প্রাইমারি নির্বাচনে স্বল্প ভোটে পরাস্ত করেছেন বলে টিভি নেটওয়ার্কগুলোর তাদের প্রাক্কলনে জানাচ্ছে।

XS
SM
MD
LG