অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতীক্ষার অবসান, প্রেসিডেন্ট ট্রাম্পের রিলিফ ও খরচ প্যাকেজ বিলে স্বাক্ষর প্রদান 


প্রেসিডেন্ট ট্রাম্প, অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত ও আলোচিত, ২ লক্ষ ৩০ হাজার কোটি ডলারের করোনা রিলিফ ও খরচ প্যাকেজ বিলে স্বাক্ষর করেছেনI এই স্বাক্ষরের ফলে সরকারের কর্মকান্ড সাময়িকভাবে বন্ধ হওয়া থেকে রক্ষা পাবেI এই অর্থের মধ্যে রয়েছে করোনা রিলিফের জন্য, ৯০ হাজার কোটি ডলারI তবে তিনি বিলটিকে নিতান্তই "মর্যাদা বিবর্জিত" বলে উল্লেখ করেন I

ফ্লোরিডায় অবকাশ যাপনরত, প্রেসিডেন্ট ট্রাম্প, রবিবার রাতে দীর্ঘ প্রতীক্ষিত কভিড-১৯ বিল পাশের শুভ-সংবাদটি টুইটার মারফত জানানI প্রেসিডেন্ট ট্রাম্প মহান দেশবাসীর জন্য অবশ্য ৬০০ ডলার নয়, ২০০০ ডলার দিতে চেয়েছেনI তবে বিল পাশের আলোচনায় তাঁর ভূমিকা ছিল যৎসামান্যই I

রিপাবলিকান দলীয় সেনেটর, প্যাট টমি বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প, মানুষের দুঃখ-দুর্দশা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমেরিকার ইতিহাসে স্থান পাবেন"I অন্যদিকে প্রবীণ রাজনীতিক, সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের এহেন আচরণ, অবিশ্বাসযোগ্য নিষ্ঠূরতার সামিল"I

XS
SM
MD
LG