অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প মিশরের নেতার সঙ্গে সাক্ষাত করেছেন


Trump w/ Egyptian President Abdel Fattah al-Sisi
Trump w/ Egyptian President Abdel Fattah al-Sisi

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসির সঙ্গে সাক্ষাত করবেন। মিশরের নেতার এটাই হবে হোয়াইট হাউসে প্রথম আনুষ্ঠানিক আগমন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরকে দেওয়া সহায়তা বন্ধ করে দেন যখন জেনারেল সিসির নেতৃত্বে মিশরের সামরিক বাহিনী, ২০১৩ সালে, সে দেশের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতন ঘটায়। এক বছর পর সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ওবামা কখন সিসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি। Muslim Brotherhoodএর বিরুদ্ধে সামরিক প্রশাসনের দমন অভিযানের সমালোচনা করেছেন ওবামা। মোরসি, Muslim Brotherhoodএর প্রতিনিধিত্ব করতেন। সিসি Brotherhoodকে সন্ত্রাসী গ্রুপ বলে বিবেচনা করেন।

XS
SM
MD
LG