অ্যাকসেসিবিলিটি লিংক

ফিনিক্সের রাজনৈতিক সমাবেশে ট্রাম্পের ভাষণ


ফিনিক্স ভাষণের আগে সীমান্ত প্রাচীরের কাছে।
ফিনিক্স ভাষণের আগে সীমান্ত প্রাচীরের কাছে।

অ্যারিজোনা অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ সত্বেও প্রেসিডেন্ট ডনার।ড ট্রাম্প ফিনিক্সের একটি মেগা চার্চ মিলনায়তনে তিন হাজার তরুণ সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের ভাষণ দিয়েছেন। ঐ অনুষ্ঠানে উপস্থিত মাত্র কয়েকজনকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে যদি ফিনিক্সি শহর কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ড্রিম সিটি চার্চে আয়োাজিত ঐ অনুষ্ঠান সম্পর্কে কোন নিষেধাজ্ঞা বা অনুমতি শহর কর্তৃপক্ষ দেয়নি কারণ শহর কোন রকম রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দিয়ে থাকে না। এই অনুষ্ঠানের আগেই ফিনিক্সের মেয়র কেট গ্যালেগো আরও বলেন যদিও আমি মনে করি এই মাপের অনুষ্ঠান আয়োজন করাটা নিরাপদ নয় , বিশেষেত যখন অ্যারিজোনায় কভিড সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী , তবু প্রেসিডেন্ট তাঁর সমাবেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়র বলেন এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে, বিশেষত প্রেসিডেন্টসহ সকল নির্বাচিত কর্মকর্তাকে মাস্ক পরা উচিৎ।

ট্রাম্প ঐ অনুষ্ঠানে , মঞ্চে ৯০ মিনিট থাকার সময়ে এই মহামারি সম্পর্কে সামান্যই কথা বলেছেন। এক পযায়ে তিনি চীনের উহানে প্রথম চিহ্নিত এই মহামারিকে কুং ফ্লু বলে উল্লেখ করেন। এই আপত্তিকর শব্দটি তিনি প্রথম উচ্চারণ করেন শনিবার ওকলাহোমার টুলসায় এক জনসমাবেশে।

XS
SM
MD
LG